Russia Ukraine War: 'আমরা পেরেছি', রুশ ট্যাঙ্কার দখল করে বরফে জয়রাইড ইউক্রেনীয়দের, ভিডিও ভাইরাল
২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে যে, রুশ বাহিনীর সশস্ত্র T-80BVM ট্যাঙ্কারের (Russian Battle Tanker) উপর চড়ে বসেছেন একদল ইউক্রেনীয়। তারপর সেই ট্যাঙ্কারে চড়েই আনন্দে মেতেছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন : দখল করা রুশ ট্যাঙ্কারে করেই বরফের উপর জয়রাইড। উল্লাসে মাতলেন ইউক্রেনীয়রা (Russia Ukraine War)। মুষ্টিবদ্ধ দু'হাত আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছেন। আর সঙ্গে চিৎকার, 'আমরা পেরেছি।' এমনই এক ভিডিও এবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে যে, রুশ বাহিনীর সশস্ত্র T-80BVM ট্যাঙ্কারের (Russian Battle Tanker) উপর চড়ে বসেছেন একদল ইউক্রেনীয়। তারপর সেই ট্যাঙ্কারে চড়েই আনন্দে মেতেছেন তাঁরা। ভিডিওটি ইউক্রেনের (Ukraine) খারকিভের বলে জানা গিয়েছে। তাঁদেরকে একদিকে যেমন 'আমরা পেরেছি' বলে চিৎকার করতে শোনা গিয়েছে, তেমনই 'গ্লোরি টু ইউক্রেন' বলতেও শোনা যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কাই ইউক্রেনীয় নাগরিকদের রুশ আগ্রাসনের (Russia Ukraine War) বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ অটল রাখার ডাক দেন। একইসঙ্গে রুশ সেনাদের 'বাড়ি ফেরত যাও' বলেও হুঁশিয়ারি দেন।
#Слатино, Харьковская обл.: тероборона где-то отжала российский танк на ходу https://t.co/050tMba0cI #RussiaUkraineWar pic.twitter.com/9jfXPegj4q
— Necro Mancer (@666_mancer) March 2, 2022
উল্লেখ্য, যুদ্ধের (Russia Ukraine War) অষ্টম দিনে রাশিয়া প্রথম তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করেছে। এখনও পর্যন্ত যুদ্ধে কমপক্ষে ৫০০ রুশ সেনা নিহত হয়েছে ও প্রায় ১৬০০ জওয়ান আহত হয়েছেন বলে জানানো হয়েছে। যদিও ইউক্রেনের (Ukraine) তরফে তাদের বাহিনীতে হতাহতের বিষয়ে এমন কোনও পরিসংখ্যান এখনও দেওয়া হয়নি। রাষ্ট্রসংঘের মানবাধিকার অফিস দাবি করেছে যে, যুদ্ধে ইতিমধ্যেই ২২৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত আরও প্রায় ৫২৫ জন। তবে ইউক্রেন স্টেট ইমারজেন্সি সার্ভিসের দাবি, ২০০০-এরও বেশি সাধারণ নাগরিক যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন, Russia-Ukraine War: 'আমরা রুখে দিয়েছি ওদের' দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেন! তা হলে কি হারার মুখে রাশিয়া?
Olena Zelenska: ইউক্রেন-রাশিয়া সংঘাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এই মহিলার; চেনেন এই সুন্দরীকে?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)