মধ্য সিনাইয়ে ভেঙে পড়ল ২২৪ জনের যাত্রীবাহী রাশিয়ান বিমান
অবশেষে মিশরের প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়, নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী রাশিয়ান বিমানটি ভেঙে পড়ে মধ্য সিনাইয়ের কাছে।
ওয়েব ডেস্ক: অবশেষে মিশরের প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়, নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী রাশিয়ান বিমানটি ভেঙে পড়ে মধ্য সিনাইয়ের কাছে।
A-321 নামে এই যাত্রীবাহী বিমানটি শর্ম অ্যাল শেখের রেড সি রিসোর্ট থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দিকে যাত্রা করেছিল। এরই মাঝে বিমান নিখোঁজের খবর আসে। মনে করা হয়েছিল সাইপ্রাসের কাছেই নিখোঁজ হয় বিমানটি।
বিমানের সব যাত্রীই রাশিয়ার পর্যটক বলে জানা গেছে। সূত্রের খবর, বিমানটিতে ২১৭ জন যাত্রী ও ৭ জন বিমান কর্মী ছিল।
Raw data shows plane EI-ETJ had entered a steep descent. #7K9268 Download here https://t.co/Un19KvW1re pic.twitter.com/hlQ4X9URVL
— Plane Finder (@planefinder) October 31, 2015