একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির হুকুম বিনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর

একাত্তরের যুদ্ধ অপরাধে বাংলাদেশে এবার বিএনপি নেতার ফাঁসির নির্দেশ হল। ফাঁসির আদেশ হল বিএনপি সাংসদ সালাউদ্দিন চৌধুরী ওরফে সাকা চৌধুরীর। বিচারপতি একেএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এই রায় দিয়েছে। 

Updated By: Oct 1, 2013, 05:05 PM IST

একাত্তরের যুদ্ধ অপরাধে বাংলাদেশে এবার বিএনপি নেতার ফাঁসির নির্দেশ হল। ফাঁসির আদেশ হল বিএনপি সাংসদ সালাউদ্দিন চৌধুরী ওরফে সাকা চৌধুরীর। বিচারপতি একেএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এই রায় দিয়েছে। 
একাত্তরের মানবাবিরোধী অপরাধে এর আগে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে জামাত নেতাদের। এই প্রথম কোনও বিএনপি নেতার ফাঁসির আদেশ হল। ফলে এই রায়ের আলাদা তাতপর্য রয়েছে বাংলাদেশে। বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামে হত্যা, ধর্ষণ, লুটপাঠ, বাড়ি দখল, ঘর ছেড়ে পালাতে বাধ্য করা সহ মোট তেইশটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এক-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর মঙ্গলবার বলেছেন, নয়টি অভিযোগ  প্রমাণ হয়েছে। ফাঁসির  রায় ঘোষণার পরেই আদালতের বাইরে  উচ্ছ্বাস  শুরু হয়ে যায়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়  রাস্তায় নেমে পড়েন অনেকেই। সাজা দ্রুত কার্যকরের দাবি জানান তারা।
২০১০-এর ১০ ডিসেম্বর গ্রেফতার করা হয় বিএনপির শীর্ষ স্তরের এই নেতাকে। ছবার সাংসদ নির্বাচিত হয়েছেন সাকা চৌধুরী। রায়কে স্বাগত জানিয়েছে আওয়ামি লিগ ও শরিক ওয়ার্কার্স পার্টি।

.