ধপাস করে ৯০০০ ফুট থেকে পড়েও বেঁচে ফিরল `আশ্চর্য` মানুষ
একেই বলে রাখে হরি মারে কে। ন হাজার ফুট উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে ফিরলেন এক স্কাইডাইভার। ফ্লোরিডার ভিক্টোর ব্রিইয়াই নামের ওই স্কাইডাইভার এক প্রদর্শনীতে ১৪ হাজার ফুট থেকে ঝাঁপ মারার চেষ্টায় নামেন। লেক ওয়েলস মিউনিস্যাল এয়ারপোর্টের সামনে হচ্ছিল এই প্রদর্শনীটি।
একেই বলে রাখে হরি মারে কে। ন হাজার ফুট উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে ফিরলেন এক স্কাইডাইভার। ফ্লোরিডার ভিক্টোর ব্রিইয়াই নামের ওই স্কাইডাইভার এক প্রদর্শনীতে ১৪ হাজার ফুট থেকে ঝাঁপ মারার চেষ্টায় নামেন। লেক ওয়েলস মিউনিস্যাল এয়ারপোর্টের সামনে হচ্ছিল এই প্রদর্শনীটি।
প্রথম পাঁচ হাজার ফুট সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মাটি থেকে ৯ হাজার ফুট ওপরে থাকার সময় হঠাত্ই খারাপ হয়ে যায় ভিক্টোরের প্যারাশুটটা। নামকরা এই স্কাইডাইভার অনেকটা ধপাস করে আকাশ থেকে মাটিতে পড়ে যান তিনি।
সবাই ধরেই নিয়েছিলেন ভিক্টোরের মৃত্যুর কথা। মাটি থেকে পড়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিক্টোরকে, কিন্তু দেখা যায় তাঁর শ্বাস তখনও চলছে। এরপর জটিল অস্ত্রোপচার হয় সেই স্কাইডাইভারের। ভিক্টোরের দেহের অনেকগুলি হাড় ভেঙে যায়, কিন্তু এখন সে পুরোপুরি বিপদমুক্ত।