নিজস্ব প্রতিবেদন: আইএস প্রধানের পর এবার জালে তার বোন। সিরিয়ায় আজাজ শহরে তুর্কি সেনার হাতে ধরা পড়ল আবু বকর আল বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ। একটি কন্টেনারে চড়ে পরিবার-সহ শহর ছেড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফেলে দেওয়া প্লাসটিক থেকে তেল তৈরি করবে ইন্ডিয়ান অয়েল! চলছে গবেষণা


সোমবার রাতে আওয়াদের গোটা পরিবারকেই গ্রেফতার করে তুর্কি সেনা। সংবাদসংস্থার খবর অনুযায়ী জেরা করা হচ্ছে আওয়াদের স্বামী ও পুত্রবধূকে। তুর্কি-সিরিয়া সীমান্ত ধরা পড়ার সময়ে তাদের সঙ্গে ছিল তার ৫ সন্তান। এক তুর্কি অফিসার জানিয়েছেন, আওয়াদেকে জেরা করে আরও অনেকের সন্ধান পাওয়া যাবে।



আরও পড়ুন-বাইরে থেকে তালা, সোনারপুরে নিজের ঘর থেকে উদ্ধার গৃহবধূর নলিকাটা দেহ


উল্লেখ্য, গত মাসে সিরিয়ায় ইদলিবে নিহত হয় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। মার্কিন ডেল্টা ফোর্স তার ডেরায় হানা দিলে বিস্ফোরকভর্তি জ্যাকেট পরে নিজেক উড়িয়ে দেয় বাগদাদি। গত বৃহস্পতিবার একটি ভিডিও টেপ প্রকাশ করে বাগদাদির মৃত্যুর খবর স্বীকার করেছে আইএস। পাশাপাশি এর বদলা নেওয়ার হুমিকও দিয়েছে ওই জঙ্গি সংস্থা।