তুষার ঝড়ে বিপর্যস্ত জিংজিয়াং প্রদেশ

টানা দুদিনের প্রবল তুষার ঝড়। আর তাতেই বিপর্যস্ত উত্তর পশ্চিম চিনের জিংজিয়াং প্রদেশ। একের তুষারপাত, সঙ্গে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার বেগে হাওয়া। রবিবার রাত থেকে শুরু হওয়া তুষারঝড়ে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেকটাই নীচে। দুদিন রাস্তায় বেরোতেই পারেননি মানুষ।

Updated By: Nov 23, 2011, 04:29 PM IST

টানা দুদিনের প্রবল তুষার ঝড়। আর তাতেই বিপর্যস্ত উত্তর পশ্চিম চিনের জিংজিয়াং প্রদেশ। একের তুষারপাত, সঙ্গে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার বেগে হাওয়া। রবিবার রাত থেকে শুরু হওয়া তুষারঝড়ে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেকটাই নীচে। দুদিন রাস্তায় বেরোতেই পারেননি মানুষ। বিপর্যয় থামার পর আজ পথে নেমেছেন তারা। কিন্তু, ততক্ষণে ফুটখানেক বরফের নীচে চলে গিয়েছে সড়ক। শুরু হয়েছে রাস্তা পরিস্কারের কাজ। কিন্তু, কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে যথেষ্টই সংশয়ে প্রশাসন। কারণ, সামনেই শীতকাল। আরও বরফ পড়ার আশঙ্কা মাথায় রেখেই অবশ্য যুদ্ধকালীন তত্পরতায় চলছে রাস্তা পরিস্কারের কাজ।

.