ইউরোপ, জাপানে প্রবল তুষারপাত, বন্যায় বিধ্বস্ত পেরু

এখনই শৈত্যপ্রবাহ কমছে না ইউরোপে। উষ্ণতা বাড়লেও, পরবর্তী দু`সপ্তাহেও ঠাণ্ডার দাপট অব্যাহত থাকবে। মধ্য ইউরোপের বেশ কিছু দেশে তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচেই। এমনটাই জানিয়েছে  বিশ্ব পরিবেশ সংস্থা।

Updated By: Feb 9, 2012, 11:59 AM IST

এখনই শৈত্যপ্রবাহ কমছে না ইউরোপে। উষ্ণতা বাড়লেও, পরবর্তী দু`সপ্তাহেও ঠাণ্ডার দাপট অব্যাহত থাকবে। মধ্য ইউরোপের বেশ কিছু দেশে তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচেই। এমনটাই জানিয়েছে  বিশ্ব পরিবেশ সংস্থা। শীতে কাবু জাপানও। বুধবারও দেশের বিভিন্ন শহরে বরফ পড়েছে। আগামী দু`দিনে আরও ভারি তুসারপাতের পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া দফতর। ইউরোপ এবং এশিয়া যখন বরফে বেহাল, তখন বানভাসি পেরু। বন্যায় কফি উত্‍পাদক অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত সপ্তাহ থেকে প্রবল তুষারপাতের জেরে কার্যত বেহাল গোটা ইউরোপ। ফ্রান্সের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের ১৫ ডিগ্রি নিচে। বরফের চাদরে ঢেকে গিয়েছে প্যারিসের ঐতিহাসিক সেন্ট মার্টিন ক্যানেল। সেখানে মনের সুখে স্কেটিংয়ে ব্যস্ত সব বয়সের মানুষ। তুসারাবৃত রাস্তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে, আইফেল টাওয়ার। ঠাণ্ডা থেকে বাঁচতে প্রায় সব বাড়িতেই বেড়েছে বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবহার। অথচ উত্‍পাদন কমে যাওয়ায়, বাড়ছে লোডশেডিং। এঅবস্থায় ফরাসি আবহাওয়া দফতর মেটিও ফ্রান্সের পূর্বাভাস দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, শৈত্যপ্রবাহ চলবে।    
 
একই ছবি রোমানিয়াতেও। টানা ১০ দিনের লাগাতার তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বুখারেস্টের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। লাইনে বরফ জমে যাওয়ায়, রাজধানীর নব্বই শতাংশ ট্রেন বন্ধ। সমস্যায় নিত্যযাত্রীরা। হেনরি কোয়ান্ড আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া বুখারেস্টের অন্যান্য বিমানবন্দরগুলি বন্ধ। দেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা, মাইনাস ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। শহরাঞ্চলের তাপমাত্রা থাকবে মাইনাস ১৪ থেকে ২২ ডিগ্রির মধ্যে।

ক্রোয়েশিয়ায় বরফে ঢাকা গ্রামগুলিতে ত্রাণ পৌঁছনোর কাজ শুরু করেছে রেডক্রস। কারণ, সেখানে গত এক সপ্তাহ ধরে না আছে বিদ্যুত, না আছে পর্যাপ্ত ওষুধ। ভিজে থাকায় আগুন জ্বালানোর কাঠও মেলা দুষ্কর। তুসারে ঢাকা সুইজারল্যান্ডের লেক জিনিভা এখন পর্যটকদের প্রাণকেন্দ্র। সব কিছু ছেড়ে সেখানেই নেমে বরফ নিয়ে খেলায় মেতেছে আট থেকে আশি।
 
ইউরোপের পাশাপাশি বরফে বাহল জাপানও। হক্কাইডো দ্বীপে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে তুসারঝড় হয়েছে। ফলে বুধবার দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। নিগাটা শহরেও নতুন করে বরফ পড়েছে। জাপান সাগর সংলগ্ন, দেশের উপকূলবর্তী অঞ্চলে আরও ভারি তুসারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।   
 
ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন শহরে যখন চুটিয়ে বরফ পড়ছে, তখন বন্যায় বিপর্যস্ত পেরু। ভারি বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের আরিকুইপায় বিপদসীমা ছাড়িয়ে, দু`কূল ছাপিয়ে বইছে চিলি নদী। লাগাতার বর্ষণে ধস নেমেছে দক্ষিণ পেরুর পর্বতসঙ্কুল কফি উত্‍পাদক চাঞ্চামায়ো অঞ্চলে। ফলে বহু মানুষ গৃহহীন হয়েছেন। উত্তর ও মধ্য পেরুর টিঙ্গো মারিয়া শহরের বহু জায়গা এখনও জলমগ্ন।

.