গাড়ি চালানোর শাস্তি সৌদি মহিলাকে দশ ঘা চাবুক

ভোটাধিকার পেয়েছেন বটে। কিন্তু সৌদি আরবে এখনও চালকের আসনে বসতে পারেননি মহিলারা ।কোনওরকম যানবাহন চালানোরই অধিকার নেই তাঁদের । ওই নিষেধাজ্ঞা ভাঙার জন্য এক মহিলাকে দশ বার চাবুক মারার নির্দেশ দিয়েছে সৌদি আরবের একটি আদালত।

Updated By: Sep 27, 2011, 08:49 PM IST

ভোটাধিকার পেয়েছেন বটে। কিন্তু সৌদি আরবে এখনও চালকের আসনে বসতে পারেননি মহিলারা । কোনওরকম যানবাহন চালানোরই অধিকার নেই তাঁদের। ওই নিষেধাজ্ঞা ভাঙার জন্য এক মহিলাকে দশ বার চাবুক মারার নির্দেশ দিয়েছে সৌদি আরবের একটি আদালত। ওই মহিলার নাম শেমা বলে জানা গিয়েছে। গত জুলাই মাসে জেড্ডা শহরে তিনি গাড়ি চালানোর সময় ধরা পড়েন। সৌদি আরবে এতদিন মহিলাদের ভোট দেওয়ারও অধিকার ছিল না।

এসপ্তাহেই রাজা আবদুল্লা ঘোষণা করেছেন,দুহাজার পনেরো সালে দেশের মহিলার ভোটাধিকার পাবেন। গাড়ি চালানোর আইনি অধিকারের দাবিতে সাম্প্রতিককালে বহু সৌদি মহিলাই স্টিয়ারিং হুইলের পিছনে বসছিলেন। তাঁদের মধ্যে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিস। এবছরেই তাঁদের বিচার শুরু হওয়ার কথা।

.