বাংলাদেশে পদপৃষ্ট হয়ে মৃত অন্তত ১০জন
বাংলাদেশে পদপৃষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ১০ জন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবাঁধ অঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
![বাংলাদেশে পদপৃষ্ট হয়ে মৃত অন্তত ১০জন বাংলাদেশে পদপৃষ্ট হয়ে মৃত অন্তত ১০জন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/03/27/36307-stamped.jpg)
ঢাকা: বাংলাদেশে পদপৃষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ১০ জন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবাঁধ অঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
বন্দর পুলিসের অফিসার ইন চার্জ নজরুল ইসলাম জানিয়েছেন এখনও পর্যন্ত নিহতদের পরিচিতি জানা যায়নি।
আজ স্থানীয় সময় সকাল ৯টা ১৫ নাগাদ 'পূণ্য স্নান'-এর জন্য ব্রহ্মপুত্র নদের দিকে যাওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।
উপস্থিত পূণ্যার্থীরা অনেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে সুরক্ষার অভাবের অভিযোগ এনেছেন। অভিযোগ, ভিড় সামলানোর জন্য ছিল না প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক।
চৈত্রমাসে 'অষ্টমী স্নান'-এর জন্য প্রত্যেকবছরই হাজার হাজার মানুষ জড় হন ব্রহ্মপুত্রের তীরে।