বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া বন্ধ করুন, বললেন হাসিনা
ওয়েবডেস্ক : রোহিঙ্গাদের নিয়ে যখন জোর সমালোচনা চলছে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের মানুষের মধ্যে, সেই সময় রোহিঙ্গাদের যেন তাঁদের দেশে পাঠানো না হয়, সে বিষয়ে জোর সওয়াল করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ানমারের রোহিঙ্গারা যে হারে বাংলাদেশে প্রবেশ করছেন, তা ঢাকার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। শুধু মাত্র মানবিকতার খাতিরেই রোহিঙ্গাদের সে দেশে আশ্রয় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হাসিনা।
বাংলাদেশের কক্স বাজার সহ বিস্তীর্ণ এলাকায় যে হারে রোহিঙ্গারা এসে বসবাস করা শুরু করেছেন, তাতে অসুবিধায় পড়েছেন সে দেশের মানুষই। কিন্তু, রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে বলতে শুরু করেছে, হাসিনা সরকার তাঁদের আশ্রয় না দিলে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। ফলে মানবিকতার খাতিরেই রোহিঙ্গাদের সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ঢাকার তরফে।
এদিকে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে এবার মায়ানমারকে কড়া ভাষায় সমালোচনা করেছে রাষ্ট্রপুঞ্জও। বাংলাদেশের কক্সবাজার এলাকায় রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধির দেওয়া রিপোর্টে জানা গিয়েছে, গত দুই সপ্তাহে মায়নমার থেকে দেড় লাখের বেশি রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছেন।