সিরিয়ায় বাসের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, শতাধিক মৃত্যুর আশঙ্কা
সিরিয়ায় ঘরছাড়াদের বাসের কনভয়ে বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা। আসাদ সরকারের শক্তঘাঁটি আলেপ্পো শহরের বাইরে বিস্ফোরণ হয়। বিদ্রোহী অধ্যুষিত ইডলিবের ফোয়া এবং কেফ্রায়া থেকে গ্রামবাসীদের উদ্ধার করে আলেপ্পো আনা হচ্ছিল প্রায় ৭০টি বাসে। রাজধানীতে ঢোকার আগে রাশিদিনে দাঁড়ায় কনভয়। সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ।
ওয়েব ডেস্ক : সিরিয়ায় ঘরছাড়াদের বাসের কনভয়ে বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা। আসাদ সরকারের শক্তঘাঁটি আলেপ্পো শহরের বাইরে বিস্ফোরণ হয়। বিদ্রোহী অধ্যুষিত ইডলিবের ফোয়া এবং কেফ্রায়া থেকে গ্রামবাসীদের উদ্ধার করে আলেপ্পো আনা হচ্ছিল প্রায় ৭০টি বাসে। রাজধানীতে ঢোকার আগে রাশিদিনে দাঁড়ায় কনভয়। সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ।
ত্রাণবাহী একটি গাড়ি থেকে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি সিরিয়া সরকারের। সিরিয়া সরকার সূত্রে দাবি মৃতের সংখ্যা ৩৯। তবে উদ্ধারকারীরা বলছেন, কম করে একশজনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাস পুরোপুরি মাটিতে মিশে গেছে। যুদ্ধ বিধস্ত এলাকা থেকে নাগরিকদের উদ্ধার করে আনার জন্য বিদ্রোহীদের সঙ্গে চুক্তি হয়েছে আসাদ সরকারের। বিস্ফোরণে ধাক্কা খেল সেই উদ্যোগ।
আরও পড়ুন, টাইটানিকের শেষ ডিনারের মেনুলিস্টে ছিল এলাহি ভূরিভোজের আয়োজন!