রোগীর পেট কেটে উদ্ধার ৬০০ গ্রাম কোকেন

ফ্রান্সের আই হোটেল ডিইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। অজ্ঞাত এই রোগীর কয়েকদিন ধরে পেটে ব্যাথা শুরু হয়। তাই ডাক্তাররা তড়িঘড়ি করে অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন করার আগে এক্সরে করাতে দেখা যায় পেটের ভিতর কোনও একটি জিনিস ব্লক করে রেখেছে। অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর যা ঘটে তা দেখে ডাক্তারদের চক্ষু চড়ক গাছ।

Updated By: Mar 13, 2014, 12:16 PM IST

ফ্রান্সের আই হোটেল ডিইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। অজ্ঞাত এই রোগীর কয়েকদিন ধরে পেটে ব্যাথা শুরু হয়। তাই ডাক্তাররা তড়িঘড়ি করে অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন করার আগে এক্সরে করাতে দেখা যায় পেটের ভিতর কোনও একটি জিনিস ব্লক করে রেখেছে। অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর যা ঘটে তা দেখে ডাক্তারদের চক্ষু চড়ক গাছ।

অপারেশন রুমে রোগীর পেট কাটা হয়ে গেছে। তবুও হতভম্ব হয়ে দাঁড়িয়ে ডাক্তাররা। দেখতে পান পেটের ভিতর রয়েছে ছোট ছোট ৬ টা ব্যাগ। প্রত্যেকটি ব্যাগে ভর্তি ১০০ গ্রাম করে কোকেন।

রোগীর জ্ঞান ফেরার আগে স্থানীয় পুলিসকে জানানো হয়। পুলিসের তদন্তে জানা গেছে অজ্ঞাত এই রোগী দক্ষিণ আমেরিকা থেকে বেআইনিভাবে কোকেন পাচার করতে এসেছিল ফ্রান্সে।

.