Video: বন্যার জল থেকে প্রাণে বাঁচতে বাড়ির দরজা জানলায় কিলবিল করছে সাপ-মাকড়সারা
ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া। ক্রমশ বাড়তে থাকে জলের স্তর। প্রাণে বাঁচার জন্য হাজার হাজার সাপ এবং মাকড়সা ভিড় করেছে লোকালয়। বাড়ির জালনা দরজায় কিলবিল করছে মাকড়সা। জলের স্রোতের সঙ্গে ভেসে আসছে পোকা-মাকড় থেকে শুরু করে সাপ।
নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া। ক্রমশ বাড়তে থাকে জলের স্তর। প্রাণে বাঁচার জন্য হাজার হাজার সাপ এবং মাকড়সা ভিড় করেছে লোকালয়। বাড়ির জালনা দরজায় কিলবিল করছে মাকড়সা। জলের স্রোতের সঙ্গে ভেসে আসছে পোকা-মাকড় থেকে শুরু করে সাপ।
ইন্টারনেটে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গিজগিজ করছে বড় বড় মাকড়সা। জল থেকে বাঁচতে দেওয়াল বেয়ে বেয়ে উঠছে তারা।
All the brown you can see is Spiders trying to beat the flood water. Video - https://youtu.be/hV-PoJ-IIyw
Posted by Matt Lovenfosse on Sunday, 21 March 2021
Omg, so adorable!#Australia #Floods #Spiders pic.twitter.com/vcsK3WOdt9
— ROARY (@TheROARiNc) March 23, 2021
Bruhhhh look at all these spiders trying to escape the floods in Australia (not my video) welcome to Australia
— LAZZA MCPE #RoadTo100k (@micla64i) March 22, 2021
৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হল অস্ট্রেলিয়া। গত তিনদিনের অবিরাম বৃষ্টিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বহমান হতেই বন্যা পরিস্থিতি তৈরি হল সে দেশে। রাজধানী সিডনির আশপাশে ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূবাঞ্চলের নদী ও বাঁধগুলো উপচে পড়ছে বলে জানান হয়েছে।