দীর্ঘতম ট্রেন সফর- ১৪ দিনের দীর্ঘ সফরেও ক্লান্তি আসে না

একটানা কত ঘণ্টা ট্রেন সফর করেছেন? ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা। তাহলে শুনুন এমন একটা ট্রেন সফরের কথা যেটা একটানা চলে প্রায় দু সপ্তাহ। পর্তুগীজ উপকূল অঞ্চল থেকে ভিয়েতনামের দক্ষিণের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত চলে এই ট্রেন সফর। মোট ১০ হাজার ৫৬৬ মাইল দৈর্ঘ্যের এই রেলপথ।

Updated By: Aug 20, 2015, 01:12 PM IST
দীর্ঘতম ট্রেন সফর- ১৪ দিনের দীর্ঘ সফরেও ক্লান্তি আসে না

ওয়েব ডেস্ক: একটানা কত ঘণ্টা ট্রেন সফর করেছেন? ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা। তাহলে শুনুন এমন একটা ট্রেন সফরের কথা যেটা একটানা চলে প্রায় দু সপ্তাহ। পর্তুগীজ উপকূল অঞ্চল থেকে ভিয়েতনামের দক্ষিণের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত চলে এই ট্রেন সফর। মোট ১০ হাজার ৫৬৬ মাইল দৈর্ঘ্যের এই রেলপথ।

সরকারী নিয়মে ৩২৭ ঘণ্টা ধরে চলে এই সফর। শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেনের ভাড়া ২ হাজার মার্কিন ডলার।   

এই ট্রেনে সফর করা এক যাত্রী জানান, বেশ সুন্দর সব পথ দিয়ে যায় এই ট্রেন। সফরের প্রথম সপ্তাহটা বেশ দারুণ কাটে। মাঝের কিছুটা সময় ক্লান্তি এলেও শেষে মন খারাপ হয়ে যায়। দু সপ্তাহের সহযাত্রীরা কখন যেন অজান্তেই বন্ধু বনে যান।

আমরা যারা তিনি সাড়ে তিন ঘণ্টা ট্রেন সফর করেই ক্লান্ত হয়ে যাই, একঘেঁয়েমি কাটাতে গান শুনি-বই পড়ি তাদের কাছে ১৪ দিনের একটানা সফর কেমন লাগবে সেটাই দেখার। 

.