Bangladesh: গাছের ভিতর থেকে ভেসে আসছিল নারীকণ্ঠ! অবশেষে কেটে ফেলা হল সেই `কথা বলা` গাছ...
Talking Tree of Bangladesh: গতকাল শনিবার দুপুরে উপজেলার রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের উপস্থিতিতে গাছটি কেটে ফেলা হল। গাছ কেটে ফেলা নিয়ে একাংশের আপত্তিও ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি আফ্রিকান মেহগনি গাছ। স্থানীয়দের ভাষায় 'লম্বু গাছ'। গাছটি নাকি কথা বলছে! বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর ইউনিয়নের গর্জিনা গ্রামের ঘটনা। সেখানে এই কথা-বলা গাছ দেখতে প্রতিদিনই ভিড় করছিলেন অসংখ্য মানুষ। তা নিয়ে তৈরি হল নানা বিতর্ক। গোপালগঞ্জের মুকসুদপুরে কথা বলা সেই গাছটি অবশেষে কেটে ফেলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের উপস্থিতিতে গাছটি কেটে ফেলা হল। গাছ কেটে ফেলা নিয়ে একাংশের আপত্তিও ছিল।
আরও পড়ুন: Bardhaman: হেঁশেলে সংকট! সবজি বাজারের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের...
কী ঘটেছিল?
স্থানীয়দের দাবি ছিল, গত ১৪ জুনে গর্জিনা গ্রামে সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি বাগানে মেহগনি গাছ কাটতে গিয়েছিল স্থানীয় কয়েকজন বালক। তারা গাছে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে, কেঁদে ওঠে! ফিরে এসে তারা বাড়ির বড়দের বলে। বড়রাও যান দেখতে। তাঁদেরও একই রকম অভিজ্ঞতা। চারিদিকে এই ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর থেকে গাছটিকে দেখার আশায় সেখানে ভিড় করেছেন অসংখ্য মানুষ।
গাছের গায়ে কান পেতে আওয়াজ শুনতে পেয়েছেন বলে দাবি করেন কয়েকজন। গাছে কান পাতা কয়েকজন জানান, গাছের ভিতর থেকে ফিসফিস করে একটা আওয়াজ শোনা যাচ্ছিল! কোনো কথা বোঝা যাচ্ছে না। ওই গাছটি যে আলাদা, আশপাশের গাছে কান পাতলেও সেটা পরিষ্কার হচ্ছে। কারণ, অন্য গাছে কান পাতলে কোনো শব্দ শোনা যাচ্ছে না! 'প্রত্যক্ষদর্শী'দের দাবি, কান পাতার পরে গাছের ভিতর থেকে নারীকণ্ঠ শোনা যাচ্ছিল। মেয়েটি যেন আর্তনাদ করছে! কেউ কেউ বলছেন, শব্দ শুনে মনে হচ্ছে, ক্লান্ত শরীর নিয়ে কেউ যেন কোনও শব্দ করছে, কথা বলতে চাইলেও বলতে পারছে না!
ঘটনায় এক অংশের সাধারণ মানুষ বলছেন, তাঁরা মনে করেন, যাঁরা গাছের কথা শুনেছেন তাঁদের বিশ্বাস করা যায় না। কিছু মানুষ অতি উৎসাহী হয়ে অন্য কিছু মানুষকে আলৌকিক ঘটনা বিশ্বাস করানোর চেষ্টা চালাচ্ছে। বিষয়টি রহস্যজনক।
উদ্ভিদ বিশেষজ্ঞরা এটিকে কুসংস্কার বলছেন। তাঁরা বলছেন, গাছ কথা বলতে পারে না। বৈজ্ঞানিক ভাবে এর কোনো ভিত্তি নেই। তবে, গাছের গায়ে কান পাতলে কোনও শব্দ শোনা যেতেও পারে। একটা বড় গাছ নড়াচড়া করলেও কিছু কম্পন হয়। হয়তো তা থেকে কোনও শব্দ তৈরি হতে পারে।
আবার মনোবিজ্ঞানীদের ভাষায় বিষয়টি পুরোটাই মনস্তাত্ত্বিক। তাঁরা বলছেন, এমন হতে পারে, সেদিন যাঁরা গাছে কান পেতেছিলেন তাঁরা হয়তো আশপাশের কোনো শব্দকে তাঁদের অবচেতনে মিলিয়ে-মিশিয়ে ফেলেছিলেন!