ফ্রান্সে জঙ্গি হামলায় নিহত ১
ফ্রান্সে ফের জঙ্গি হানা। লিয়ঁয় জঙ্গি হামলায় নিহত একজন। মাথা কেটে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান। ঘটনার পর বেলজিয়ামে সাংবাদিক সন্মেলন আয়োজন করে ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঙ্কোস হল্যান্ডে বলেন, 'এই হামলার নির্দিষ্ট অভিপ্রায় ছিল। এই বিস্ফোরণের পেছনে রয়েছেন জঙ্গিরা'। ঘটনাস্থল থেকে আরবি ভাষায় লেখা পতাকা উদ্ধার হয়েছে। লিয়ঁয় শহর থেকে ২০ মাইল দূরে একটি ক্যামিকাল কারখানায় ওই বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। বেলজিয়ামের সময় অনুযায়ী সকাল ১০টা নাগাদ বিস্ফোরণটি হয়। কারখানার মধ্যে গাড়ি করে ঢুকে প্রথমে গ্যাস বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি। পরে সে ধরাও পড়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওয়েব ডেস্ক: ফ্রান্সে ফের জঙ্গি হানা। লিয়ঁয় জঙ্গি হামলায় নিহত একজন। মাথা কেটে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান। ঘটনার পর বেলজিয়ামে সাংবাদিক সন্মেলন আয়োজন করে ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঙ্কোস হল্যান্ডে বলেন, 'এই হামলার নির্দিষ্ট অভিপ্রায় ছিল। এই বিস্ফোরণের পেছনে রয়েছেন জঙ্গিরা'। ঘটনাস্থল থেকে আরবি ভাষায় লেখা পতাকা উদ্ধার হয়েছে। লিয়ঁয় শহর থেকে ২০ মাইল দূরে একটি ক্যামিকাল কারখানায় ওই বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। বেলজিয়ামের সময় অনুযায়ী সকাল ১০টা নাগাদ বিস্ফোরণটি হয়। কারখানার মধ্যে গাড়ি করে ঢুকে প্রথমে গ্যাস বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি। পরে সে ধরাও পড়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
মাস ছয়েক আগে প্যারিসের শার্লি হেবদো পত্রিকার অফিসে হামলা চালায় ইসলামিক জঙ্গি সংগঠন। ওই ঘটনায় ১৭ জন প্রাণ হারান।