চিনে লেজার লাইট দিয়ে যা হচ্ছে, তাতে ছি-ছিক্কার পড়ে গিয়েছে!

চিনে এবার নতুন সমস্যা। এবার সমস্যার নাম লেজার লাইট। ভাবছেন এ আবার নতুন কী? গত কয়েক বছরে তো খেলার মাঠে নিয়মিত দেখেছেন এই লেজার লাইট। কিন্তু এবার চিনে এই লেজার লাইট নিয়ে তৈরি হয়েছে অন্য এক সমস্যা। শুধুই সমস্যা নয়, চারিদিকে উঠেছে ছি-ছি রব।

Updated By: Mar 16, 2016, 03:43 PM IST
 চিনে লেজার লাইট দিয়ে যা হচ্ছে, তাতে ছি-ছিক্কার পড়ে গিয়েছে!

ওয়েব ডেস্ক: চিনে এবার নতুন সমস্যা। এবার সমস্যার নাম লেজার লাইট। ভাবছেন এ আবার নতুন কী? গত কয়েক বছরে তো খেলার মাঠে নিয়মিত দেখেছেন এই লেজার লাইট। কিন্তু এবার চিনে এই লেজার লাইট নিয়ে তৈরি হয়েছে অন্য এক সমস্যা। শুধুই সমস্যা নয়, চারিদিকে উঠেছে ছি-ছি রব।

প্রত্যেকেরই মোবাইলে মোবাইলে এখন চিনে রয়েছে লেজার লাইট। আর এই লাইট ব্যবহার করাটা এখন চিনাদের কাছে নেশা হয়ে গিয়েছে। তাই এখন থিয়েটার বা সিনেমাহলেও দেদার লেজার লাইট ফেলা হচ্ছে। সাংহাই থেকে বেজিং, যেকোনও সিনেমাহলে কোনও অভিনেত্রীকে দেখানো হলেই, তাঁর শরীরের এমনসব জায়গায় লেজার লাইটের আলো ফেলা হচ্ছে যে, অস্বস্তিতে পড়ে যাচ্ছেন বাকি দর্শকরা। আপাতত হলগুলোর কতৃপক্ষ মৌখিকভাবে মানা করে দিয়েছেন। কিন্তু এই লেজার লাইটের ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে, আগামিদিনে আরও করা শাল্তির বিষয়েও ভাবনাচিন্তা করছেন তাঁরা।

.