ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মেটাতে এবার উদ্যোগী রাষ্ট্রসংঘ

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চরমে। উত্তেজনার পারদ নামাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় নামার ইচ্ছেপ্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। পরমাণু অস্ত্রে শক্তিধর দুই দেশের  উচিত অবিলম্বে শান্তি ফেরানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া। আর্জি রাষ্ট্রসংঘের। তাঁদের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনাপরম্পরায় খুবই উদ্বিগ্ন মহাসচিব বান কি মুন।

Updated By: Oct 1, 2016, 07:11 PM IST
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মেটাতে এবার উদ্যোগী রাষ্ট্রসংঘ

ওয়েব ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চরমে। উত্তেজনার পারদ নামাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় নামার ইচ্ছেপ্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। পরমাণু অস্ত্রে শক্তিধর দুই দেশের  উচিত অবিলম্বে শান্তি ফেরানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া। আর্জি রাষ্ট্রসংঘের। তাঁদের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনাপরম্পরায় খুবই উদ্বিগ্ন মহাসচিব বান কি মুন।

আরও পড়ুন- তিব্বত থেকে ভারতে আসা ব্রক্ষ্মপুত্রের শাখা নদীর জল বন্ধ করল চিন

বিশেষ করে যেভাবে লাগাতার নিয়ন্ত্রণরোখায় সংঘর্ষবিরতি হচ্ছে, তা দুশ্চিন্তার। দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। তাদের বক্তব্য, আলোচনার মধ্যে দিয়েই কাশ্মীর সহ সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ পাওয়া সম্ভব। এক্ষেত্রে  ভারত-পাক, দুদেশ রাজি থাকলে মহাসচিব মধ্যস্থতা করতেও রাজি বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

.