পশ্চিম অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ভস্মীভূত ১০০ বাড়ি, নিখোঁজ ৩
ভয়ঙ্কর দাবানলের কবলে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইয়ারলুপ শহর। সূত্রের খবর, ১০০ বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। ৩ জনের হদিশ পাওয়া যায়নি।
ওয়েব ডেস্ক: ভয়ঙ্কর দাবানলের কবলে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইয়ারলুপ শহর। সূত্রের খবর, ১০০ বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। ৩ জনের হদিশ পাওয়া যায়নি।
এখন পর্যন্ত প্রায় ১,৩০,৯৬৫ একর জমি দাবানলে ভস্মীভূত হয়েছে। পুলিস, প্রশাসনের তত্পরতায় অন্যত্র সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের। কিন্তু সেভাবে দাবানল দ্রত গতিতে ছড়াচ্ছে তাতে সঙ্কট তৈরি হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরগুলিতে। কারণ অস্ট্রেলিয়ার সবথেকে বেশি গবাদি পশু পালিত হয় এইসব শহরগুলিতে।
গত বছর, নভেম্বরে পশ্চিম অস্ট্রেলিয়ায় ধারাবাহিক দাবানলে মারা যায় ৪ জন। ক্রিসমাসে দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলে প্রায় ১০০ বাড়ি ভস্মীভূত হয়। দুজন মারা যায়। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটেরোলজি মতে, ১৯১০ র পর এই রকম নজিরবিহীন দাবানলের সম্মুখীন অস্ট্রেলিয়াবাসী।