China Plane Crash Video: ১২২ জনকে নিয়ে টেক অফের আগেই বিপত্তি, রানওয়েতে জ্বলে উঠল বিমান!
ভাগ্যের জোরে বাঁচলেন ১২২ জন। বৃহস্পতিবার সকালে এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ চিনের একটি শহর।
নিজস্ব প্রতিবেদন: রানওয়েতেই বিপত্তি! দাউদাউ করে জ্বলে উঠল বিমান। ভাগ্যের জোরে বাঁচলেন ১২২ জন। বৃহস্পতিবার সকালে এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ চিনের একটি শহর।
জানা গিয়েছে, আকাশে ওড়ার জন্য রানওয়েতে অপেক্ষা করছিল তিব্বত এয়ারলাইন্সের একটি বিমান। টেক অফের ঠিক আগের মুহূর্তে রানওয়েতে পিছলে যায় বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানের সামনের অংশে আগুন লেগে যায়। চিনের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটিতে ছিল ১১৩ জন যাত্রী এবং ৯ জন ক্রিউ মেম্বার। তাঁদের সকলকেই সুরক্ষিত ভাবে বের করে আনা হয়। ভাগ্যের জোরে রক্ষা পান তাঁরা। যদিও China Global Television Network-এর দাবি করছে সামান্য চোট পাওয়ায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। গোটা ঘটনায় আতঙ্কিত যাত্রী-সহ বিমান কর্তৃপক্ষ। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দু'মাস আগে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার দেখেছে চিন। যা, গোটা দেশের অসামরিক বিমানে পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)