গাছে উঠে বাঁদর শিকার করতে গিয়ে শেষ অবধি যা অবস্থা হল বাঘের (দেখুন ভিডিও)
কথায় বলে গল্পে গরু গাছে ওঠে। আর এই ভিডিওটা দেখলে বলবেন খিদের জ্বালায় বাঘ গাছে ওঠে আর ''অপমানিত'' হয়। শ্রীলঙ্কার এক জঙ্গলে ক্ষুধার্ত বাঘের মরিয়া প্রয়াস। যেখানে বেশ উঁচু একটা গাছে বসে একটা বাঁদর। বাঘটা আস্তে আস্তে গাছে উঠে একটি বাঁদর শিকার করার চেষ্টা করছে। ওই বাঁদরের কোলে তার বাচ্চাও ছিল। শেষ অবধি কী হল?
![গাছে উঠে বাঁদর শিকার করতে গিয়ে শেষ অবধি যা অবস্থা হল বাঘের (দেখুন ভিডিও) গাছে উঠে বাঁদর শিকার করতে গিয়ে শেষ অবধি যা অবস্থা হল বাঘের (দেখুন ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/08/57236-tiger.gif)
ওয়েব ডেস্ক: কথায় বলে গল্পে গরু গাছে ওঠে। আর এই ভিডিওটা দেখলে বলবেন খিদের জ্বালায় বাঘ গাছে ওঠে আর ''অপমানিত'' হয়। শ্রীলঙ্কার এক জঙ্গলে ক্ষুধার্ত বাঘের মরিয়া প্রয়াস। যেখানে বেশ উঁচু একটা গাছে বসে একটা বাঁদর। বাঘটা আস্তে আস্তে গাছে উঠে একটি বাঁদর শিকার করার চেষ্টা করছে। ওই বাঁদরের কোলে তার বাচ্চাও ছিল। শেষ অবধি কী হল?
দেখুন ভিডিও
বাঘের উদ্দেশ্য বুঝতে পেরেও কোনওরকম তাড়াহুড়ো না করে বাচ্চাদের নিরাপদ রাখার চেষ্টা করল বাঁদরটি। গাছের ডালের আড়ালে সরে গিয়ে বাঘের থাবা এড়াল সে। এরপরে যা ঘটল তা সত্যি দেখলে হাসি পাবে। শিকারের জন্য বাঘটা ঝুলে পড়ল গাছের ডাল ধরে। কিন্তু শেষরক্ষ হল না। বাঘটা ধপাস করে পড়ে গেল মাটিতে।
এমনই একটি ভাইরাল ভিডিও ফুটেজ শেয়ার করল ডব্লুডব্লু বিগ ক্যাটস।