আলোচনার সময় শেষ, এবার বিশ্বব্যাপী কাজ করতে হবে; রাষ্ট্র সংঘে জলবায়ু সংক্রান্ত আলোচনায় বললেন প্রধানমন্ত্রী মোদী

মঙ্গলবারই রাষ্ট্র সংঘের সদর দফতরে গান্ধী সোলার পার্কের উদ্বোধন করা হবে। এই পার্কে ১৯৩টি সোলার প্যানেল থাকবে। যা রাষ্ট্র সংঘের প্রতিটি সদস্য দেশকে চিহ্নিত করবে।

Updated By: Sep 23, 2019, 10:36 PM IST
আলোচনার সময় শেষ, এবার বিশ্বব্যাপী কাজ করতে হবে; রাষ্ট্র সংঘে জলবায়ু সংক্রান্ত আলোচনায় বললেন প্রধানমন্ত্রী মোদী
ছবি সৌজন্যে : এএনআই

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্র সংঘের জলবায়ু সংক্রান্ত আলোচনায় প্রথমবার যোগ দিয়েই বিশ্বজুড়ে সকলকে একযোগে কাজ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে জলবায়ুর যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে আলোচনার সময় শেষ, এবার কাজ করতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী।  

রাষ্ট্র সংঘের সভায় যোগ দিতে রবিবার রাতেই হিউস্টন থেকে নিউ ইয়র্কে পৌঁছে যান প্রধানমন্ত্রী। তৃতীয় বক্তা হিসেবে রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখেন মোদী। এদিন তিনি বলেন,"সবার আগে যেটা প্রযোজন তা হল একটা দৃষ্টিভঙ্গি। যেখানে শিক্ষা, জীবনযাত্রা, উন্নয়ন কৌশল অন্তর্ভুক্ত থাকবে। পরিবর্তন আনতে আমাদের বিশ্বব্যাপী আন্দোলন দরকার।"

সেই সঙ্গে মোদী আরও বলেন, "আমরা বিশ্বাস করি যে এক আউন্স অনুশীলনের মূল্য প্রচারের এক টনের চেয়ে বেশি।" ভারতের আবহাওয়ার পরিবর্তন প্রসঙ্গে মোদী বলেন, "প্রকৃতির প্রতি শ্রদ্ধা ঐতিহ্যের অংশ। লোভ নয়, প্রয়োজন নয়।"

মঙ্গলবারই রাষ্ট্র সংঘের সদর দফতরে গান্ধী সোলার পার্কের উদ্বোধন করা হবে। এই পার্কে ১৯৩টি সোলার প্যানেল থাকবে। যা রাষ্ট্র সংঘের প্রতিটি সদস্য দেশকে চিহ্নিত করবে।

এদিন সম্মেলনে রাষ্ট্র সংঘের সাধারণ সচিব অ্যান্তোনিও গুইতেরেস বলেন, "জলবায়ু পরিবর্তনকে কবজা করতে গেলে দূষণের উপর করের মতো বেশ কিছু মৌলিক সামাজিক বদল জরুরি। বিজ্ঞানও আমাদের জানিয়েছে যে, এখনও খুব দেরি হয়নি। ফলে আমাদের হাতে সময় রয়েছে। ফলে এখনও সম্ভব।"

আরও পড়ুন - 'হাউডি মোদী'-তে ট্রাম্পের হাজিরা দিশাবদলকারী মুহূর্ত, টুইটে কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

.