বাংলাদেশে কালভার্ট ভেঙে খালে ট্রেন, মৃত কমপক্ষে ৪, আহত শতাধিক
আশঙ্কাজনক অবস্থায় ২১ জনকে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। ঝুলন্ত কামড়ায় বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে
নিজস্ব প্রতিবেদন: রেলের কালভার্ট ভেঙে খালে পড়ে গেল ট্রেনের পাঁচটি বগি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মৌলবীবাজারে বরমচাল এলাকায়। জানা যাচ্ছে উপবন এক্সপ্রেস নামে ওই ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রবিবার রাত ১১ নাগাদ কালভার্ট ভেঙে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক।
আশঙ্কাজনক অবস্থায় ২১ জনকে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। ঝুলন্ত কামড়ায় বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা কর্মীরা। বাংলাদেশের প্রশাসন তরফে জানানো হয়েছে, কুলাইড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ৬০ জন। আশঙ্কাজনক ২০ জনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- বিশ্বের অন্যতম জঙ্গি দেশ আমেরিকা! ‘মৃত্যু দণ্ডের’ দাবি উঠল ইরানের সংসদে
বরমচালের কালভার্ট ভেঙে পড়ায় ঢাকা থেকে উত্তরপূর্বের সমস্ত রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রেল আধিকারিকের কাছে বিক্ষোভও দেখান। উল্লেখ্য, দুর্বল রেল পরিকাঠামো ব্যবস্থা দরুন বাংলাদেশে প্রায়শই ট্রেন দুর্ঘটনার খবর মেলে।