ওয়েব ডেস্ক: অস্কারের অনুষ্ঠানে না থেকেও ছিলেন তিনি। কটাক্ষে-সমালোচনায়। এবার পাল্টা জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। তাঁকে নিয়ে অবসেশনে ভুগছে হলিউড। মন নেই অনুষ্ঠান সুচারু-সুন্দরভাবে করায়। সেকারণেই অস্কার-মঞ্চে এত বিতর্ক। বললেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত সেরা ছবির নাম ঘোষণা ঘিরে হওয়া ভুলই এখানে টার্গেট ট্রাম্পের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অস্কারের মঞ্চে বিতর্ক, সেরা ছবি ঘোষণায় বড় ভুল


সেরা ছবি হিসাবে লা লা ল্যান্ডের নাম ঘোষণা হলেও, পরক্ষণেই দেখা যায় তা ভুল। এরপর নাম ঘোষণা হয় মুনলাইটের। এই গোটা বিভ্রান্তি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ, অস্কার উদ্যোক্তারা বড্ড বেশি মন দিয়ে ফেলেছেন রাজনীতিতে। উপেক্ষিত আসল অনুষ্ঠানটিই। তাই এই অবস্থা। অস্কার হারিয়েছে তার গ্ল্যামার। মন্তব্য ট্রাম্পের। 


আরও পড়ুন  জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল ৩ পথচারীকে