সন্ত্রাস, জাতিদাঙ্গায় বিধ্বস্ত নাইজিরিয়া
জাতিদাঙ্গা ও সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত নাইজিরিয়া। দেশের পূর্বাঞ্চলে গোষ্ঠী সংঘর্ষে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। উত্তরের দামাতুরু শহরে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
জাতিদাঙ্গা ও সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত নাইজিরিয়া। দেশের পূর্বাঞ্চলে গোষ্ঠী সংঘর্ষে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। উত্তরের দামাতুরু শহরে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
আফ্রিকার সর্বাধিক জনসংখ্যার দেশ নাইজিরিয়ায় জাতিদাঙ্গায় মৃত্যুর ঘটনা নতুন নয়। জমিকে কেন্দ্র করে বিভিন্ন জনগোষ্ঠীর বিবাদ লেগে থাকে সারা বছরই। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে এজ্জা ও এজিলো সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এবোনাই প্রদেশে মারা গিয়েছেন বহু মানুষ। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কান পাতলেই শোনা যাচ্ছে গুলির আওয়াজ। দাঙ্গাবিধ্বস্ত ইশিইলু জেলা-সহ বিভিন্ন এলাকায় চলছে জোরদার পুলিসি টহলদারি। তবে, নিরাপত্তাব্যবস্থায় খামতির জন্যই সংঘর্ষ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ।
অশান্ত দেশের পূর্বাঞ্চলও। বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর হামলায় বড়দিনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। সন্ত্রাসের `এপিসেন্টার` দামাতুরু শহরে শুরু হয়েছে সেনা অভিযান। সেনা-জঙ্গি লড়াইয়ের মাঝে পড়ে আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শহরের রাস্তাঘাট জনশূন্য। বন্ধ দোকানপাট। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থা জারি করেছেন নাইজিরিয়ার রাষ্ট্রপতি গুডলাক জোনাথন। বন্ধ করে দেওয়া হয়েছে ক্যামেরুন, চাদ ও নাইজার সীমান্ত। নাইজিরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আঝুবুকে ইয়েজিরিকা জানিয়েছেন, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে সামরিক বাহিনীকে।