যেভাবে মরণাপন্নকে উদ্ধার করলেন একজন সাংবাদিক (ভিডিও)
খবরের পেশার মানুষ, একজন সাংবাদিক আগে খবর করবেন না মরণাপন্নের জীবন বাঁচাবেন? সাংবাদিকতার পেশা, সাংবাদিকতার নীতি আর মানবিকতার দ্বন্দ চিরকালের। সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশন, সংবাদ সরবরাহ- এ সবই তো মানুষের জন্যই, তাই মানুষ আগে খবর পরে। হ্যাঁ, এই শিক্ষাই দিলেন চিনের এক টেলিভিশন সাংবাদিক।
ওয়েব ডেস্ক: খবরের পেশার মানুষ, একজন সাংবাদিক আগে খবর করবেন না মরণাপন্নের জীবন বাঁচাবেন? সাংবাদিকতার পেশা, সাংবাদিকতার নীতি আর মানবিকতার দ্বন্দ চিরকালের। সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশন, সংবাদ সরবরাহ- এ সবই তো মানুষের জন্যই, তাই মানুষ আগে খবর পরে। হ্যাঁ, এই শিক্ষাই দিলেন চিনের এক টেলিভিশন সাংবাদিক।
গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায় গাড়ি। ভিতর থেকে সবটাই লক। কোনও ভাবেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে পারছেন না চালক। কেউই তাঁর চিৎকার শুনতে পারছেন না। গাড়ি ডুবছে। আর গাড়ির কাঁচের ভিতরে চলছে জীবনের লড়াই। ছট পট করছেন এক মহিলা। এই দৃশ্যি চোখে পড়েছিল চিনের টেলিভিশন সাংবাদিকের। তারপর, দেখুন ভিডিও-