Twitter | India Employees | Elon Musk: কী শুরু করেছেন ট্যুইটার বস! প্রায় সকল ভারতীয় কর্মীকে ছাঁটাই করলেন এবার
ট্যুইটারে কর্মরত ভারতীয় কর্মীদের জীবনে অন্ধকার নেমে এল। শুক্রবার অর্থাৎ আজ মেইল মারফত জানিয়ে দেওয়া হল যে, তাঁদের চাকরি আর নেই। গন ছাঁটাইয়ের ঝড় এবার আছড়ে পড়ল ভারতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী শুরু করেছেন এলন মাস্ক (Elon Musk)! ট্যুইটারের (Twitter) নতুন মালিক ও চিফ এক্সিকিউটিভ একেবারে সর্বগ্রাসী মেজাজে সকলের চাকরি কেড়ে নিচ্ছেন! ট্যুইটার বস হওয়ার পরেই বিনা নোটিশে গণ ছাঁটাই শুরু করেছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই কোম্পানি মারফত জানিয়ে দিয়েছিলেন যে, হাজার হাজার কর্মী ট্যুইটারে চাকরি খোয়াবেন। এবার সেই বিধ্বংসী 'লে-অফ' (Lay off) সুনামি আছড়ে পড়ল খোদ ভারতে। একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে যে, প্রায় সকল ভারতীয় কর্মীকে ছাঁটাই করেছে ট্যুইটার। সান ফ্রান্সিসকোতে অবস্থিত এই মার্কিনি কমিউনিকেশন কোম্পানির ২৫০ কর্মী রয়েছেন ভারতে। শুক্রবার বিকাল চারটের সময় তাঁদেরকে মেইল মারফত জানিয়ে দেওয়া হয় যে, তাঁদের চাকরি আর নেই। এর পাশাপাশি স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবও দিচ্ছে এলনের সংস্থা।
আরও পড়ুন: Elon Musk: বিনা নোটিশে গণ ছাঁটাই, ট্যুইটারের বিরুদ্ধে মামলা আদালতে
আরও পড়ুন: Twitter: কড়া মালিক মাস্ক, চাকরি বাঁচাতে অফিসই ঘর
আরও পড়ুন: ট্রোলের জবাবে মিম, ব্লু টিক নিয়ে মোক্ষম জবাব মাস্কের
আরও পড়ুন: ট্যুইটারে সপ্তাহে ৭ দিন ১২ ঘণ্টার কাজের নিদান মাস্কের
এক কর্মী জানিয়েছেন, 'কনট্র্যাক্টচুয়াল এমপ্লয়ি' অর্থাৎ চুক্তি ভিত্তিক কর্মীদের রিটেইন করা হয়েছে। উচ্চপদস্থ একাধিক কর্মী ট্যুইট করে ট্যুইটারকে ধন্যবাদ জানিয়ে লগ-আউটের কথা জানিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে, কমিউনিকেশনস, গ্লোবাল কন্টেন্ট পার্টনারশিপস, সেলস, অ্যাড রেভিনিউ, ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট বিভাগের প্রায় ৫০ শতাংশ কর্মীকে সরিয়ে ফেলেছে এলনের কোম্পানি। মাস্ক গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন এই প্ল্যাটফর্ম। এর পরেই ট্যুইটারের খরচ কমানোর সিদ্ধান্ত নেন তিনি। যার রাস্তা হিসাবে এলন বেছে নিয়েছেন গণ ছাঁটাই। ট্যুইটারের দায়িত্ব পাওয়া মাত্র একের পর এক নিয়ম বদল করছেন এলন। ব্লু টিকের জন্য মাসে প্রায় আট ডলারের (প্রায় ৭০০ টাকা) নিদান দেওয়ার পর এবার কর্মী ছাঁটায়েই পথে হাঁটছেন ট্যুইটারের মালিক। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করে ছাঁটাইয়ের পথে হাঁটছেন মাস্ক। জানা গিয়েছে, প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন তিনি। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করেই ছাঁটাইয়ের পথে হাঁটছেন এলন। এছাড়াও এলন দায়িত্ব নিতেই ট্যুইটার একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা নিস্ক্রিয় হয়েছে!