পরপর দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
নেপালের ভূমিকম্পের স্মৃতি উস্কে আজ সকালে পরপর দু'বার কেঁপে উঠল তিব্বত। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। তিব্বতের জিগাজি শহর ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কম্পনের তীব্রতা মাঝারি মাপের হলেও, তা বেশকিছু সময় স্থায়ী হয় সেখানে।
ওয়েব ডেক্স : নেপালের ভূমিকম্পের স্মৃতি উস্কে আজ সকালে পরপর দু'বার কেঁপে উঠল তিব্বত। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। তিব্বতের জিগাজি শহর ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কম্পনের তীব্রতা মাঝারি মাপের হলেও, তা বেশকিছু সময় স্থায়ী হয় সেখানে।
এর কিছু পরই ফের কম্পন অনুভূত হয় তিংগ্রি প্রদেশে। সেখানেও তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে, এই দুই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে তিব্বত সরকার বলে জানা গেছে।
গতবছর নেপালে তীব্র ভূমিকমপে প্রাণহানী ঘটে কমপক্ষে সাড়ে আট হাজার মানুষের। আহত হন বহু।