Joe Biden: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? কেন, কবে নাগাদ আসতে চলেছেন তিনি?

Joe Biden's India Visit: আবার দুই দেশ পাশাপাশি, আবার দুই রাষ্ট্রনেতা কাছাকাছি। জি-২০ সামিটকে সামনে রেখে ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তত তেমনই খবর। জি-২০-র সদস্য হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এটিই প্রথম ভারতসফর।

Updated By: Aug 6, 2023, 12:19 PM IST
Joe Biden: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? কেন, কবে নাগাদ আসতে চলেছেন তিনি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার দুই দেশ পাশাপাশি, আবার দুই রাষ্ট্রনেতা কাছাকাছি। জি-২০ সামিট (G-20 Summit)কে সামনে রেখে ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তত তেমনই খবর। জি-২০ সামিটে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন  জো বাইডেন (Joe Biden)। জি-২০ বৈঠকের পাশাপাশি বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। জি-২০ সদস্য হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এটাই প্রথম ভারত সফর।

আরও পড়ুন: Imran Khan Arrested: গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ৩ বছরের জেল...

এবার জি-২০ বৈঠকের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিট। মূলত ওই সম্মেলনে যোগ দিতেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই ভারতসফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানান, প্রেসিডেন্ট বাইডেন এই সফর নিয়ে অত্য়ন্ত উৎসাহী। জি-২০ লিডার্স সামিটের সদস্য় হিসেবে এটিই তাঁর প্রথম ভারতসফর হতে চলেছে বলে জানা গিয়েছে।

ভারতে আয়োজিত এই জি-২০ সামিট এক বিশিষ্ট বৈঠক হতে চলেছে। কেননা ভারতের সভাপতিত্বে এই জি-২০ সামিটে ১১০টি দেশের ১২৩০০ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কোনও দেশের নেতৃত্বাধীনে জি-২০ সম্মেলনে এটাই সর্বোচ্চ যোগদানের সংখ্যা।

আরও পড়ুন: Death in Space: মহাশূন্যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময়েই মহাকাশচারীর মৃত্যু হলে কী হবে?

বিগত কয়েক বছরে ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে, আরও বিস্তৃত হয়েছে। কিছু দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতসফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.