ইস্তানবুলে হেনস্থার শিকার ৩ মার্কিন সেনা
তুরস্কের রাস্তায় মারধর, হেনস্থার শিকার হলেন তিন মার্কিন সেনা। ইস্তানবুলের রাস্তায় তিন মার্কিন সেনাকে মারধর করল একদল বিক্ষোভকারী। হামলাকারীরা জানান, তাঁরা মার্কিন সেনাদের খুনি বলে মনে করেন।
মার্কিন সেনাদের দেশ ছেড়ে চলে যেতেও হুমকি দেওয়া হয়। এরপরই তিন মার্কিন মেরিন সেনার ওপর চড়াও হয় হামলাকারীরা। এই ঘটনার একটি ভিডিওটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে। ইস্তানবুলের রাস্তায় মার্কিন সেনার হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা করেছে পেন্টাগন। এই ঘটনা নক্ক্যারজনক বলে মন্তব্য করেছেন মার্কিন সেনার মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন। সম্প্রতি আইএস বিরোধী লড়াইয়ে মার্কিন সেনাকে তুরস্কের মাটি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে সে দেশের সরকার।