আরও তলিয়ে যাচ্ছে তেলের দাম
আরও তলিয়ে যাচ্ছে তেলের দাম। শেয়ার বাজারেও তার প্রভাব পড়ছে। বুধবার এশিয়ার বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে আটাশ ডলারে। গত বছরের শেষ তিন মাসে যা ছিল গড়ে ৪০ ডলার। আমেরিকায় শেল অয়েলের উত্পাদন বেড়ে যাওয়ায় খোলা বাজারে জীবাশ্ম জ্বালানির যোগান একধাক্কায় বেড়ে গেছে। তার ওপর তেল উত্পাদনকারী দেশগুলির মধ্যে চলছে স্নায়ুর লড়াই।
ওয়েব ডেস্ক: আরও তলিয়ে যাচ্ছে তেলের দাম। শেয়ার বাজারেও তার প্রভাব পড়ছে। বুধবার এশিয়ার বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে আটাশ ডলারে। গত বছরের শেষ তিন মাসে যা ছিল গড়ে ৪০ ডলার। আমেরিকায় শেল অয়েলের উত্পাদন বেড়ে যাওয়ায় খোলা বাজারে জীবাশ্ম জ্বালানির যোগান একধাক্কায় বেড়ে গেছে। তার ওপর তেল উত্পাদনকারী দেশগুলির মধ্যে চলছে স্নায়ুর লড়াই।
বাজার ধরে রাখার লক্ষ্যে তারা কেউই যোগান কমাতে রাজি নয়। এসবের জেরেই বিশ্বজুড়ে তেলের দাম হু-হু করে নামছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার জেরে আজ সারাদিনে ৪১৮ পয়েন্ট পড়েছে সেনসেক্স। চব্বিশ হাজারে নেমে গত কুড়ি মাসের মধ্যে সবচেয়ে তলানিতে পৌছে গেছে মুম্বই শেয়ার সূচক। নিফটিও পড়েছে দেড় শতাংশের বেশি। শেয়ার বিক্রির ধুম পড়ায় বেড়িয়ে যাচ্ছে ডলার। যার জেরে আজ টাকার দাম আরও পড়েছে। এক ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা।