সিরিয়ায় মার্কিনি বোমারু বিমান হানায় ৩২ জন সাধারণ নাগরিক সহ এখনও পর্যন্ত মৃত ৫৫৩
সিরিয়ায় আইসিস বিরোধী মার্কিনি বোমারু বিমান হানায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। যাদের মধ্যে ৩২ জন সিরিয়ার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।
![সিরিয়ায় মার্কিনি বোমারু বিমান হানায় ৩২ জন সাধারণ নাগরিক সহ এখনও পর্যন্ত মৃত ৫৫৩ সিরিয়ায় মার্কিনি বোমারু বিমান হানায় ৩২ জন সাধারণ নাগরিক সহ এখনও পর্যন্ত মৃত ৫৫৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/23/30337-syria.jpg)
ওয়েব ডেস্ক: সিরিয়ায় আইসিস বিরোধী মার্কিনি বোমারু বিমান হানায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। যাদের মধ্যে ৩২ জন সিরিয়ার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।
বিট্রেনস্থিত Syrian Observatory for Human Rights নামক সংস্থাটি জানিয়েছেন মৃতদের মধ্যে ৪৬৪ জন আইসিস-এর সক্রিয় কর্মী। এই হামলা প্রাণ কেড়েছে ৬ শিশুর ও ৫ সাধারণ মহিলারও।
এই সংস্থা জানিয়েছে মার্কিনি হামলায় আল কায়েদা অনুমোদিত নুসরা ফ্রন্টের ৫৭ জন সদস্য মারা গেছে। এক মাস আগে মার্কিন প্রেসেডিন্ট বারাক ওবামার নির্দেশে সিরিয়াতে বোমারু বিমান হামলার সূচনা করে আমেরিকা। আইসিস অধ্যুষিত অঞ্চল এলেপ্পো, ডেইর আল-জোর, রাক্কা ও আল- হাসাকাহতে চলছে মার্কিন হানা।