কাটল মার্কিন অচলাবস্থা, ঋণের উর্ধ্বসীমা বাড়াতে সমঝোতা হল মার্কিন সেনেটে

দু`সপ্তাহের মাথায় কাটল মার্কিন অচলাবস্থা। উঠল কর্মনাশা শাটডাউন। ঋণের উর্ধ্বসীমা বাড়ানো নিয়ে সমঝোতা হল মার্কিন সেনেটে। শেষমেশ সায় দেন রিপাবক্লিগ ও ডেমোক্রেটরা। দীর্ঘ ১৬ দিন পর কাটল অচলাবস্থা নজিরবিহীন এই পরিস্থিতিতে যুদ্ধকালীন ততপরতা চলছিলই ওয়াশিংটনে। সমঝোতায় পৌঁছনোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যমে খবর, ওবামাকেয়ারে কিছু কাটছাঁট করে সেনেটে বিল পাশ করাতে রাজি হয়েছেন দু`দলের নেতারা। তবে, কংগ্রেসে সেই বিলের ভাগ্য কী হবে তা এখনও অনিশ্চিত।

Updated By: Oct 16, 2013, 10:56 PM IST

দু`সপ্তাহের মাথায় কাটল মার্কিন অচলাবস্থা। উঠল কর্মনাশা শাটডাউন। ঋণের উর্ধ্বসীমা বাড়ানো নিয়ে সমঝোতা হল মার্কিন সেনেটে। শেষমেশ সায় দেন রিপাবক্লিগ ও ডেমোক্রেটরা। দীর্ঘ ১৬ দিন পর কাটল অচলাবস্থা নজিরবিহীন এই পরিস্থিতিতে যুদ্ধকালীন ততপরতা চলছিলই ওয়াশিংটনে। সমঝোতায় পৌঁছনোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যমে খবর, ওবামাকেয়ারে কিছু কাটছাঁট করে সেনেটে বিল পাশ করাতে রাজি হয়েছেন দু`দলের নেতারা। তবে, কংগ্রেসে সেই বিলের ভাগ্য কী হবে তা এখনও অনিশ্চিত।
ডেডলাইন ১৭ অক্টোবর। তার মধ্যে ১৬.০৭ ট্রিলিয়ন ডলার ঋণের অনুমোদন পাওয়া না গেলে মুখ থুবড়ে পড়বে মার্কিন অর্থনীতি। ঋণখেলাপী হতে হবে ঠাণ্ডা যুদ্ধোত্তর পর্বে বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে। ওবামাকেয়ার নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতভেদের জেরে পাশ হয়নি বাজেট। টানা তিন সপ্তাহ ধরে তালা লেগে রয়েছে মার্কিন প্রশাসনে।
ঋণের উর্ধ্বসীমা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অনুমোদনের চূড়ান্ত সময় যতই এগিয়ে আসছিল ততই প্রবল হচ্ছিল দু`পক্ষের স্নায়ুযুদ্ধ। মঙ্গলবার, মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধিসভায় একটি বিল আনেন রিপাবলিকান স্পিকার জন বোয়েনার। কিন্তু, শুধু ডেমোক্র্যাটরাই নন, রিপাবলিকানদের একটা অংশও যে এই বিলের বিরোধিতা করবেন তা পরিষ্কার হয়ে যায়। ফলে, ভোটাভুটির জন্য পেশ না করে বিলটি তুলে নেওয়া হয়। এরপর, উচ্চকক্ষ সেনেটে ফের দুপক্ষের আলোচনা শুরু হয়।   

.