চিনের কমিউনিস্ট পার্টির সদস্যদের ওপর ভিসা সংক্রান্ত কড়াকড়ি আরোপ আমেরিকার

করোনাভাইরাস অতিমারী নিয়ে গোটা বিশ্ব চিনের ওপর খাপ্পা।

Updated By: Dec 5, 2020, 12:14 PM IST
চিনের কমিউনিস্ট পার্টির সদস্যদের ওপর ভিসা সংক্রান্ত কড়াকড়ি আরোপ আমেরিকার

নিজস্ব প্রতিবেদন: চিনের ওপর ভিসা-সংক্রান্ত কড়াকড়ি আরোপ করল আমেরিকা। বিদায়ী ট্রাম্প সরকারই অবশ্য এই নিয়ম বহাল করল। সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও জানান, এই কড়কড়ি চাইনিজ কমিউনিস্ট পার্টি অফিসিয়ালদের ওপর প্রযোজ্য। আর যদি ব্যক্তিগত ভাবেও কেউ চাইনিজ কমিউনিস্ট পার্টির 'ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টে'র সঙ্গে যুক্ত থাকার সূত্রে কোনও প্রভাবশালী কাজকর্ম করেন বা কোনও প্রোপাগান্ডা নিয়ে চলেন তবে তাঁদের ওপরও এই বিধিনিষেধ আরোপ করা হবে। 'ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টে'র ওপর অভিযোগ কম নয়। আমেরিকার অভিযোগ, তারা ঘরোয়া রাজনৈতিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, ব্যবসা, ব্যক্তিগত নাগরিক পরিসরে চুরি, ব্যক্তিগত তথ্য পাচার, ফিজিক্যাল ভায়োলেন্স, অন্তর্ঘাত ইত্যাদির সঙ্গে যুক্ত। 

এর প্রেক্ষিত অবশ্য তৈরিই ছিল। করোনাভাইরাস অতিমারী নিয়ে গোটা বিশ্ব চিনের ওপর খাপ্পা। আমেরিকাও প্রথম থেকেই এ নিয়ে চিনকে দায়ী করে আসছে। এ ছাড়াও বিশ্ব অর্থনীতি, মানবাধিকার, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে চিনের ভূমিকা নিয়ে খুবই অসন্তুষ্ট আমেরিকা। এ তারই বহিঃপ্রকাশ।

আরও পড়ুন: আমেরিকাবাসীকে অন্তত ১০০ দিন 'মাস্ক'বাদী হতে অনুরোধ বাইডেনের

.