পাশে আছি, পুলওয়ামা হামলার পর ভারতকে বার্তা বাংলাদেশের
সমবেদনার বার্তা পাঠিয়েছে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তুরাষ্ট্র এবং ফ্রান্স।
নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় ৪০ জন (সরকারী পরিংসংখ্যান অনুযায়ী) জওয়ানের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘটনার পরেই সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সহমর্মিতার বার্তা পাঠান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।
সন্ত্রাসবাদের বিরূদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সন্ত্রাসবাদ দমনে ভারতসহ আন্তর্জাতিক ক্ষেত্রে একসাথে কাজ করার কথাও জানানো হয়েছে পড়শি দেশের তরফে। জার্মানিতে বিদেশসফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় বলেছেন, "এমন দুঃসময়ে আমরা ভারতবাসী এবং ভারত সরকারের পাশে থাকছি। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেই প্রার্থনা করি। ''
বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের জওয়ানদের উপর হামলার ঘটনার পর থেকে রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাক দিয়েছে দেশবাসী। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাংলাদেশের মতোই ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে অন্য অনেক দেশ। সমবেদনার বার্তা পাঠিয়েছে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তুরাষ্ট্র এবং ফ্রান্স।