রাতের অন্ধকারে ফাঁকা টয়লেটের মধ্যে এটা কী হচ্ছে?

খালি চোখে প্রথমবার দেখলে মনের ভুল বলে মনে হতেই পারে! কিন্তু একটু ভালো করে নজর করলেই ঠাওর হয়। রাতের অন্ধকারে ফাঁকা টয়লেটের মধ্যে এটা কী?

Updated By: Nov 12, 2016, 11:23 AM IST
রাতের অন্ধকারে ফাঁকা টয়লেটের মধ্যে এটা কী হচ্ছে?

ওয়েব ডেস্ক : খালি চোখে প্রথমবার দেখলে মনের ভুল বলে মনে হতেই পারে! কিন্তু একটু ভালো করে নজর করলেই ঠাওর হয়। রাতের অন্ধকারে ফাঁকা টয়লেটের মধ্যে এটা কী?

একী! এটা কি ভূত নাকি? হাড়হিম করা ভিডিওটা দেখলে এমনটা মনে হওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয়। টয়লেটের মধ্যেই ধরা পড়েছে এই ভূতের কাজ-কারবার। আর সেসবই ধরা পড়েছে বাথরুমের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ইতিমধ্যেই তা ভাইরাল। তবে আপনার যদি বুকে বল থাকে, তাহলেই একমাত্র মিনিট তিনেকের এই ভিডিওটি দেখার সাহস করবেন,

.