মদন চোপড়া, বেশি শূন্য আর ডোপ কেলেঙ্কারি
ওয়েব ডেস্ক: আজ ৩০ অক্টোবর। জন্মদিন ক্রিকেটের এমন এক নক্ষত্রের, যিনি অদ্ভূত একটা রেকর্ডের মালিক খেলা ছাড়ার এক দশক পরও। কি সেই রেকর্ড ভাবছেন তো? মোটেই কোনও সম্মানজনক রেকর্ড নয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি শূন্য করার রেকর্ড রয়েছে তাঁর নামেই। গোটা ক্রিকেট কেরিয়ারে মাত্র ‘’৪৩টি’’ শূন্য করেছেন তিনি!
নাম কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারই এই গ্রহে সবার আগে ৫০০ উইকেট নেওয়ার মাইলস্টোন গড়েছেন। তাঁর ৫১৯ উইকেটের রেকর্ড অবশ্য ভেঙে গিয়েছে অনেকদিন। কিন্তু ৪৩টি ডাক, আজও অধরা অন্যদের কাছে।
আজ একই দিনে জন্ম বলিউডের এক মহারথীরও। নাম মদন চোপড়া। না, না, তাঁর আসল নাম অবশ্যই দলীপ তাহিল। কিন্তু বাজিগরের মদন চোপড়াকে ভুলবেন কীভাবে?
আসলে কিছু মানুষ থাকেন, যাঁদের খারাপ কাজটাই থেকে যায় বেশি। কিন্তু ভালটা টপকে যান অন্যরা। হয়তো ৩০ অক্টোবর দিনটাই এমন, না হলে, এদিনে জন্মানো সুপারস্টাররা সব থেকে বেশি আলোচিত থাকবেন কেন সব থেকে খারাপ হয়ে!আজ জন্মদিন যে মারাদোনারও।
১) কোর্টনি ওয়ালশ, সব থেকে বেশি উইকেটের মালিক আর নেই। রয়েছেন সব থেকে বেশি শূন্য রানের মালিক হয়েই।
২) দিয়েগো মারাদোনা কেন বিশ্বের সেরা ফুটবলারের পাশাপাশি থেকে যাবেন ডোপ কেলেঙ্কারির মালিক হিসেবে!
৩) কেনই বা দলীপ তাহিল মানে গান্ধী বা অঙ্কুর না হয়ে, বেশি আলোচিত হতে থাকবেন মদন চোপড়া হয়েই!
চন্দ্র, সূর্য, পৃথিবী কীভাবে থাকে এই দিন, যাতে আলো ঢেকে যায় অন্ধকারেই!গবেষণার বিষয় অবশ্যই।