২০১৫ পৃথিবী ধ্বংস হবে। সত্যি কী?

পৃথিবী ধ্বংস নিয়ে এর আগেও আমরা মেতেছিলাম। ২০১২ সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভয়ের থেকে কৌতূহলের পারদ উঠেছিল চরমে। তারপর আর কী। দিব্যি ঘুরছে পৃথিবী। কিছুদিন আগে পুল্টোয় ঘুরে এলাম। মঙ্গলে জলের সন্ধান নিয়ে হৈচৈ করছি। নতুন নতুন সৃষ্টির মাঝে ফের পৃথিবী ধ্বংসের খবর বড়ই বেমানান।

Updated By: Nov 4, 2015, 12:14 PM IST
২০১৫ পৃথিবী ধ্বংস হবে। সত্যি কী?

ওয়েব ডেস্ক: পৃথিবী ধ্বংস নিয়ে এর আগেও আমরা মেতেছিলাম। ২০১২ সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভয়ের থেকে কৌতূহলের পারদ উঠেছিল চরমে। তারপর আর কী। দিব্যি ঘুরছে পৃথিবী। কিছুদিন আগে পুল্টোয় ঘুরে এলাম। মঙ্গলে জলের সন্ধান নিয়ে হৈচৈ করছি। নতুন নতুন সৃষ্টির মাঝে ফের পৃথিবী ধ্বংসের খবর বড়ই বেমানান।

 

.