বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসাবে করোনা টিকা গ্রহণ করলেন উইলিয়াম শেক্সপিয়ার

ইনিও প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার। তিনিও ওয়ারউইকশয়ার-এর বাসিন্দা। 

Updated By: Dec 9, 2020, 01:59 PM IST
বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসাবে করোনা টিকা গ্রহণ করলেন উইলিয়াম শেক্সপিয়ার

নিজস্ব প্রতিবেদন: নব্বই ছুঁই ছুঁই বৃদ্ধার প্রথম করোনা টিকা গ্রহণের পর রীতিমত হইচই  পড়ে গিয়েছিল নেটিজেনদের মধ্যে। তারপরই জানা যায়, কোভেন্ট্রি ইউনিভার্সিটি হসপিটালের কোভিডের টিকা নিয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার। ইনিও প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার। তিনিও ওয়ারউইকশয়ার-এর বাসিন্দা। 

উইলিয়াম শেক্সপিয়ার জানিয়েছেন, এটা একটা যুগান্তকারী ব্যাপার। ইংল্যান্ডের পাশাপাশি আয়ারল্যান্ডেও এদিন কোভিড-১৯ টিকাকরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, কোভিডের বিরুদ্ধে জয়ের পথে ব্রিটেন। সেই প্রক্রিয়ায় ফাইজারের  প্রতিষেধক প্রথম গ্রহণ করেছেন এক ৯০ বছরের বৃদ্ধা। ব্রিটেনের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভ্যাকসিন গ্রহণ করেন  ব্রিটেন নিবাসী মার্গারেট কেনান। ভ্যাকসিন নেওয়ার পর এখনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখন তিনি সুস্থ। পরের সপ্তাহতেই তাঁর জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে ভ্যাকসিনের জয়ের বার্তা শুনতে চান তিনি।

.