শীতে জুবুথুবু আমেরিকা, জমে বরফ মার্কিন জনজীবন, শিকাগোতে বাতিল ৫০০ বিমান
শীতে কাঁপছে আমেরিকা। প্রবল শৈত্য প্রবাহের কারণে মধ্য ও পশ্চিম আমেরিকার বহু স্কুল বন্ধ রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। শুধু শিকাগো বিমানবন্দরেই পাঁচশোর বেশি উড়ান বাতিল করা হয়েছে। সারা দেশে এই সংখ্যাটা নশো ছাড়িয়ে গিয়েছে।
শীতে কাঁপছে আমেরিকা। প্রবল শৈত্য প্রবাহের কারণে মধ্য ও পশ্চিম আমেরিকার বহু স্কুল বন্ধ রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। শুধু শিকাগো বিমানবন্দরেই পাঁচশোর বেশি উড়ান বাতিল করা হয়েছে। সারা দেশে এই সংখ্যাটা নশো ছাড়িয়ে গিয়েছে।
গত রবিবার থেকে শুরু হয়েছে ঠান্ডা হাওয়ার দাপট। তার জেরে বহু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে গিয়েছে। আলাস্কার ভালডেজ এলাকার প্রায় চার হাজার মানুষ তুষারপাতের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাস্তা বরফে ঢাকা থাকায় দুর্ঘটনা লেগেই রয়েছে। বরফের মধ্যে ফেঁসে গিয়েছে বেশ কিছু গাড়ি। সাফাইকর্মীদের চেষ্টায় সেগুলি বের করে আনা হচ্ছে।