মহিলার নকল স্তনের ভিতর পাওয়া গেল দু কিলো কোকেন

মাদ্রিদের অ্যাডল্ফ সুয়ারেজ বিমানবন্দর থেকে এক ৪৩ বছরে মহিলার কাছে থেকে উদ্ধার করা হয় ১.৭ কিলোগ্রাম কোকেন। ভেনেজুয়ালার এই মহিলাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। তরপর মহিলার অতিরিক্ত টেনশন ও অদ্ভুত ব্যবহারে তাঁকে পাঠানো হয় কাস্টমের কাছে।

Updated By: Aug 17, 2014, 04:15 PM IST
মহিলার নকল স্তনের ভিতর পাওয়া গেল দু কিলো কোকেন

ওয়েব ডেস্ক: মাদ্রিদের অ্যাডল্ফ সুয়ারেজ বিমানবন্দর থেকে এক ৪৩ বছরে মহিলার কাছে থেকে উদ্ধার করা হয় ১.৭ কিলোগ্রাম কোকেন। ভেনেজুয়ালার এই মহিলাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। তরপর মহিলার অতিরিক্ত টেনশন ও অদ্ভুত ব্যবহারে তাঁকে পাঠানো হয় কাস্টমের কাছে।

সেখানকার অনুসন্ধানকারীরা লক্ষ্য করেন মহিলার দুই স্তনের গঠন আলাদা। তারপর তাঁকে আরও বেশি জেরা করা হয়। অবশেষে মহিলা স্বীকার করেন, তাঁর স্তনের ভিতর লুকিয়ে রয়েছে কোকেন। হসপিটালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত মহিলাকে। ডাক্তাররা সার্জারি করার সময় দেখেন সেখানে বানানো হয়েছে নকল স্তন। অপারেশন করে ১.৭ কিলোগ্রাম কোকেন উদ্ধার করেন। মদকদ্রব্য পাচারে অভিযোগে মহিলাকে গ্রেফতার করে পুলিস।

.