নিউজিল্যান্ডে নিউ ইয়ার, প্রতীক্ষা অন্যত্র

বিশ্বের প্রধান শহর গুলির মধ্যে দুহাজার বারো প্রথম পা রাখল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ বর্ষবরণের অনুষ্ঠান হয় অকল্যান্ডে। আলোয়, আতসবাজিতে সেজে হয়ে ওঠে নিউজিল্যান্ডের রাজধানী। আলোকমালায় নতুন বছরকে স্বাগত জানান অকল্যান্ডবাসী।

Updated By: Dec 31, 2011, 11:31 AM IST

বিশ্বের প্রধান শহর গুলির মধ্যে দুহাজার বারো প্রথম পা রাখল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ বর্ষবরণের অনুষ্ঠান হয় অকল্যান্ডে। আলোয়, আতসবাজিতে সেজে হয়ে ওঠে নিউজিল্যান্ডের রাজধানী। আলোকমালায় নতুন বছরকে স্বাগত জানান অকল্যান্ডবাসী।
২০১১ চৌকাঠ পেরিয়ে বিশ্ববাসী এবার ২০১২ দোরগডায়। অপেক্ষা, আর কয়েক ঘণ্টার। আর তারপরেই মেতে ওঠা বর্ষবরণ উত্সবে। আর তাই বিশ্বের আনাচে কানাচে এখন জোরকদমে চলছে শেষমূহুর্তের প্রস্তুতি। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি মার্কিন মুলুক। আকর্ষণের কেন্দ্রবিন্দু নিউ ইয়র্কের টাইমস্ স্কোয়ার। প্রতিবারই নতুন ভাবনায় সেজে ওঠে টাইমস্ স্কোয়ারের ক্রিস্টাল বল বল। ২০১১ স্ফটিকে ছিল সম্প্রীতির হাতছানি। ২০১২ ভরসা বন্ধুত্বের।---থিমে----  let there be friendship। বর্ষশেষে ঠিক রাত বারোটায় এবারে এই নতুন ভাবনা নিয়েই, নতুন সাজে এলইডির আলোয় ঝলমলিয়ে উঠবে বৃত্তের ২৬৮৮টি ওয়াটারফোর্ড ক্রিস্টাল। ১০ লক্ষ দর্শককে মাতিয়ে তুলতে বর্ষবরণ উত্সবে থাকছে জাসটিন বিইবার এবং লেডি গাগার জমাটি পারফরম্যান্সও।

প্রতিবারের মতোই এবারেও উপস্থিতি দর্শকদের চাঙ্গা করে তুলতে ওড়ানো হবে এক টন কনফেটিও। বছর শেষে পুরণোকে বিদায় জানিয়ে নয়ার লক্ষ্যে পাড়ি জমানোর অনবদ্য স্পিরিটটাকে, যেন কুচি কুচি কাগজেই ধরতে চান আয়োজকরা। 
উত্তরে যদি নিউ ইর্য়ক, তবে লাতিন আমেরিকায় নজর আটকে রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরোতেও। কোপাকাবানায় ইতিমধ্যেই মানুষের ঢল। আর পর্যটকদের ভিড়ে নিরাপত্তা নিশ্চিত করতে হিমসিম অবস্থা স্থানীয় পুলিস প্রশাসনের। পর্যটক সুরক্ষার প্রসঙ্গে অতীতে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে ব্রাজিল। তবে এবার লিমের বস্তি এলাকায় চব্বিশ ঘন্টার পুলিসি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন পুলিসের কর্তারা। উত্সবের স্বাদটুকু চেটেপুটে নিতে ইতিমধ্যেই প্রায় কুড়ি লক্ষ পর্যটক ভিড় জমিয়েছেন রিও ডি জ্যানেরিওতে।

নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি মহানগর। সকাল থেকেই মহানগরের রাজপথে মানুষের
ঢল। বেলা যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে চিড়িয়াখানা, মিলেনিয়াম পার্ক,
ভিক্টোরিয়া, নিক্কো পার্ক, বিড়লা তারামন্ডলে। বড়দের হাত ধরে বর্ষবরণে
তৈরি ছোটরাও। তিন থেকে আট, চোদ্দ থেকে চৌত্রিশ-সব বয়সের মুখের ভিড়।

.