পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তা
কারাকোরাম হাইওয়ে
পাকিস্তান ও চিনের মধ্যে সমন্বয় স্থাপনকারী হাইওয়ে। ১৬ হাজার ফিট এই রাস্তা। পৃথিবীর বিপজ্জনক রাস্তা গুলোর মধ্যে এটি একটি-
মৃত্যুর পথ (Road Of Death)
বলিভিয়ার দীর্ঘ রাস্তা গুলির মধ্যে অন্যতম একটি। প্রতিবছর এই রাস্তায় সওয়ার হওয়ার সময় প্রাণ হারান ২০০ জন মানুষ।
চিন সুড়ঙ্গ
১২০০ মিটার দীর্ঘ রাস্তা। সুড়ঙ্গের ভিতর দিয়ে তরি রাস্তা। ৫ বছর সময় ধরে এই রাস্তা তৈরি করেছে চিন। পৃথিবীর বিপজ্জনক রাস্তা গুলোর মধ্যে এটিও অন্যতম একটি-
ডাল্টন হাইওয়ে
আলাস্কার জনশূন্য হাইওয়ে। কোথাও কোনও মানুষ নেই। নির্জনের থেকেও নির্জন এই রাস্তায় গাড়ি খারাপ হলে বেঁচে ফেরার সম্ভবনা প্রায় শূন্য।
হিমালয়ের রাস্তা
পাহাড়ের গা ঘেসে রাস্তা। একটু ভারসাম্য হারালেই সোজা মৃত্যু পথের যাত্রী। রক্ষা পাওয়ার বিন্দুমাত্র সুযোগটাই নেই।