ওয়েব ডেস্ক: মৃত্যু হল বিশ্বের প্রবীণতম ব্যক্তির। ১১৭ বছর বয়সে প্রয়াত হলেন নাবি তাজিমা। জাপানের কাগোশিমা শহরের হাসপাতালে স্থানীয় সময় শনিবার রাত ৮টায় মৃত্যু হয়েছে তাঁর। ১৯০০ সালের ৪ অগাস্ট জন্মেছিলেন নাবি। সেই মতো মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৭ বছর ৯ মাস ১৮ দিন।
২০১৫ সালে জাপানের প্রবীণতম ব্যক্তি হন তাজিমা। ২০১৭ সালে তত্কালীন বিশ্বের প্রবীণতম ব্যক্তি জামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর বিশ্বের প্রবীণতম ব্যক্তি হন তিনি।
গত জানুয়ারি থেকেই জরা জনিত জটিলতায় ভুগছিলেন তাজিমা। প্রবীণদের জন্য একটি নার্সিং সেন্টারে চিকিত্সা চলছিল তাঁর। জটিলতা বাড়লে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সাজার হার মেরেকেটে ৩ শতাংশ, শুধু মৃত্যুদণ্ডেই কি কমবে শিশুধর্ষণ?
দীর্ঘায়ুর জন্য জাপানিদের বিশ্বজোড়া খ্যাতি। গত বছরই জাপান সরকার জানিয়েছে, সেদেশে প্রায় ৬৮,০০০ এমন প্রবীণ রয়েছেন যাঁদের বয়স ১০০-র বেশি।
১১৭ বছর বয়সে মৃত্যু হল বিশ্বের প্রবীণতম ব্যক্তির