নিজস্ব প্রতিবেদন: যোগাসনের উৎপত্তির সময়ে ভারতের কোনও অস্তিত্বই ছিল না, এমনই চমকপ্রদ দাবি নেপালের প্রধানমন্ত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

International Yoga Day উপলক্ষে সোমবার Baluwatar-য়ে এক বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা করেন নেপালের caretaker Prime Minister KP Sharma Oli। সেখানে তিনি বলেন--ভারতে নয়, যোগাসনের উৎপত্তি আসলে নেপালে। সেই সময় সময় ভারতের কোনও অস্তিত্বই ছিল না। ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত উপমহাদেশ ছিল মাত্র। এখানেই না থেমে ওলি আরও বলেন, যোগাসনের উৎপত্তি যে ভারতে নয়, সে কথা দেশের গবেষকরাও জানেন কিন্তু সত্যটা তাঁরা লুকিয়ে রেখেছেন।


আরও পড়ুন: World Music Day: নাকে অক্সিজেন নল, মৃত্যুর ৩৭ দিন আগের রবিশঙ্করের অন্তিম সুরমূর্ছনায় মুগ্ধ নেটিজেন


প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় নরেন্দ্র মোদী যোগ দিবসের সুপারিশ করেছিলেন। এর জেরে ২০১৫ সাল থেকে ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে সারা বিশ্বেই। এবার এই উপলক্ষ নিয়েই উক্ত মন্তব্য ওলির। রাম জন্মভূমি অযোধ্যা ভারতে (India) নয়, নেপালে অবস্থিত বলেও এর আগে একবার বিতর্ক বাধিয়েছিলেন ওলি। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: জিরাফের চেয়েও লম্বা ছিল গন্ডারের গলা! জানাল Giant Rhino ফসিল