আরামবাগে আক্রান্ত ২ সিপিআইএম কর্মী

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই সিপিআইএম কর্মী। তাঁদের মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। হুগলির আরামবাগ মহকুমার গৌরহাটিতে গতকাল এই ঘটনা ঘটে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আহম্মত হোসেন ও জিয়ারুল হক সন্ধেয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন।

Updated By: Nov 9, 2011, 04:33 PM IST

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই সিপিআইএম কর্মী। তাঁদের মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। হুগলির আরামবাগ মহকুমার গৌরহাটিতে গতকাল এই ঘটনা ঘটে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আহম্মত হোসেন ও জিয়ারুল হক সন্ধেয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কুড়ি থেকে পঁচিশজনের একটি দুষ্কৃতীদল তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ, দুষ্কৃতীরা দুজনকে বেধড়ক মারকধর করে। আহম্মত হোসেনকে পঞ্চায়েত সদস্যের পদ ছাড়ার হুমকি দেওয়া হয়। দুই সিপিআইএম কর্মীর কাছ থেকে টাকাও দাবি করে দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে জিয়ারুল হক এখনও নিখোঁজ। আহম্মত হোসেন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এলাকার তৃণমূল নেতা সিরাজুল হকের নির্দেশে শেখ মনিরুল হক ও আনসারুল হক এই ঘটনা ঘটিয়েছে। সিপিআইএম নেতৃ্ত্বের তরফে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে।

.