বারাসাত কাণ্ডে গ্রেফতার ৪

বারাসত ইভটিজিং কাণ্ডে গ্রেফতার করা হল ৪জনকে। গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত এই ৪ জনকে গ্রেফতার করে বারাসত থানা। বুধবার রাতে বারাসতে তার পাড়া বিজয়নগর থেকেই ইভটিজিংয়ের অভিযোগ ওঠে।

Updated By: Aug 30, 2012, 03:18 PM IST

বারাসত ইভটিজিং কাণ্ডে গ্রেফতার করা হল ৪জনকে। গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত এই ৪ জনকে গ্রেফতার করে বারাসত থানা। বুধবার রাতে বারাসতে তার পাড়া বিজয়নগর থেকেই ইভটিজিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ, কয়েকদিন ধরেই একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করছিল পাড়ার একটি মোবাইলের দোকানে বসে থাকা কয়েকজন যুবক।
বুধবার মা সঙ্গে থাকায় প্রতিবাদ করেন ওই ছাত্রী। অভিযোগ, ইভটিজিংয়ের কথা স্বীকার না করে উল্টে ছাত্রী ও তার মাকে ধাক্কাধাক্কি করে ওই যুবকেরা। খবর পেয়ে পুলিস এসে ছাত্রী ও তার মাকে উদ্ধার করে। বারাসত থানায় ৪ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীর মায়ের অভিযোগ, পাড়ার ছেলেরাই এই ইভটিজিংয়ের ঘটনায় জড়িত। অথচ ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেননি।

.