চোখের নিমেষে চুরি ৪০ বছরের চন্দন গাছ

Updated By: Jul 6, 2015, 07:27 PM IST
চোখের নিমেষে চুরি ৪০ বছরের চন্দন গাছ
picture for representational purpose only

চল্লিশ বছরের পুরনো গাছ। চুরি হয়ে গেল চোখের নিমেষে। তাও আবার, যে সে গাছ না।  চন্দন গাছ। বর্ধমানের কাঁকসার তিন নম্বর কলোনিতে, এই গাছ-চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য চরমে।   

বাড়িতে হানা চোরের দলের। তবে হাত পড়েনি ভিতরের কোনও জিনিসে। বাড়ির ভিতরে ঢোকার চেষ্টাও করেনি দুষ্কৃতীরা। কিন্তু চুরি হল এমন জিনিস, যা বহুমূল্য। চল্লিশ বছর পুরনো একটি চন্দন গাছ। ছিল, বাড়ির উঠোনেই। বাইরে আওয়াজ শুনে, বেরনোর চেষ্টা করেছিলেন গৃহকর্তা শ্যামসুন্দর দাস। পারেননি। বাইরে থেকে বন্ধ ছিল দরজা। বন দফতর থেকে একসময় গাছটি পেয়েছিল ঘোষ পরিবার। এভাবে যে সেই গাছ চুরি হয়ে যাবে, তা বিশ্বাস করতে পারছেন না তাঁরা। বিষয়টি জানানো হয়েছে বন দফতরকেও।

এভাবে আস্ত একটা গাছ চুরি করে পালানো যেখানে দুষ্কৃতীদের কাছে জলভাত, সেখানে বাড়ির ভিতরে তাঁরা কতটা নিরাপদ? প্রশ্ন উদ্বিগ্ন গ্রামবাসীদের।

 

.