সিঙ্গুরে ৮৭০ একর জমি এখন চাষযোগ্য : পার্থ চট্টোপাধ্যায়
রেকর্ড টাইমে সিঙ্গুরের সিংহভাগ জমি চাষযোগ্য করে তুলল রাজ্য সরকার। জমি ফেরত নিয়ে নবান্নে আজ উচ্চপর্যায়ের বৈঠক। একুশে অক্টোবর ডেডলাইন, তার আগে জমির কাজ কতটা এগোল তার খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: রেকর্ড টাইমে সিঙ্গুরের সিংহভাগ জমি চাষযোগ্য করে তুলল রাজ্য সরকার। জমি ফেরত নিয়ে নবান্নে আজ উচ্চপর্যায়ের বৈঠক। একুশে অক্টোবর ডেডলাইন, তার আগে জমির কাজ কতটা এগোল তার খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- জুয়ার আসর বসানোর প্রতিবাদে ছেলে ও মাকে মারধর
রবিবার সিঙ্গুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, নশো সাতানব্বই একরের মধ্যে আটশো সত্তর একর জমিই চাষযোগ্য করে ফেলা গেছে। অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেতের। গোপালনগর মৌজা থেকেই জমি ফেরানো শুরু হবে বলে স্থির হয়েছে। কবে থেকে জমি ফেরানো হবে, তা স্থির হবে নবান্নের আজকের বৈঠকে। এই ঘোষণার পর থেকেই গোটা সিঙ্গুর জুড়ে আনন্দের আবহ।