দিঘা, মন্দারমণি ও তাজপুরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

ওয়েব ডেস্ক: আর দুর্ঘটনা নয়। দুর্ঘটনা এড়াতে দিঘা, মন্দারমণিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নিল প্রশাসন। সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। তার আগেই নজরবন্দি হচ্ছে দিঘা।

দুর্ঘটনা এড়াতে সিসিটিভির ঘেরাটপে বন্দি হচ্ছে দিঘা, মন্দারমণি, তাজপুর। জায়গায় জায়গায় ক্যামেরা লাগাতে খরচ করা হচ্ছে কোটি টাকারও বেশি। দুর্ঘটনা ঘটতে পারে এমন কোনও ছবি সিসিটিভতে দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক স্তরে এনিয়ে বৈঠক হয়েছে রামনগরে। ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিস সুপার। আলোচনা হয়েছে প্রশাসনিক কড়কাড়ির সঙ্গে সচেতনতাও বাড়াতেও জোর দেওয়া হবে।

পর্যটন মানচিত্রে খুব দ্রুত উপরের দিকে উঠে আসছে দিঘা। কিন্তু এর পাশাপাশি বেড়েছে দুর্ঘটনাও। দুর্ঘটনায় লাগাম দিতে সিসিটিভি বসানোর মত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে শুধু দিঘায় নয় রাজ্যজুড়ে আরও কড়া হচ্ছে পরিবহণ দফতর।

English Title: 
Administrative decision: Digha, Mandarmoni and Tajpur completely under CCTV surveillance
News Source: 
Home Title: 

দিঘা, মন্দারমণি ও তাজপুরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

দিঘা, মন্দারমণি ও তাজপুরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের
Yes
Is Blog?: 
No
Section: